চুলের যত্নে মেহেদি পাতার কার্যকারিতা, ব্যবহার করবেন যেভাবে

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ PM
মেহেদি পাতা

মেহেদি পাতা © সংগৃহীত

চুল আমাদের সৌন্দর্যের প্রতীক। মাথায় সুন্দর চুল না থাকলে দেখতে কিছুটা খারাপ লাগে। অনেকে তো মাথায় চুল কম কিংবা না থাকায় অন্যদের থেকে নিজেকে লুকিয়ে রাখতে চায়। এই চুলের যত্নে আমরা অনেক ধরণের তেল থেকে শুরু করে অনেককিছু ব্যবহার করে থাকি।

প্রাকৃতিকভাবে সাদা চুল রং করার ক্ষেত্রে মেহেদি পাতার তুলনা নেই। কালো চুলের জন্যও কতটা উপকারী মেহেদি পাতা, তা কি জানা আছে? চুলের যত্নে মেহেদিপাতার ব্যবহার আমাদের অঞ্চলে বহু প্রাচীন। 

রূপ বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিকভাবে চুল রঙিন করার চেয়ে চুলে মেহেদি ব্যবহার উপকারী। এছাড়া চুলের গোড়া মজবুত করতে, চুল রেশমী আর ঘন করে তুলতে এমন কি খুশকির সমস্যা সমাধানেও চুলে মেহেদির ব্যবহার উপকারী।
 
মেহেদীপাতার যত উপকারিতা:

চুলের পুষ্টি বৃদ্ধি: মেহেদিপাতা চুলকে পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে, কারণ এতে থাকা ভিটামিন এবং খনিজ উপাদান চুলের গঠন শক্তিশালী করতে সহায়ক। এটি চুলের রুক্ষতা কমিয়ে সফট এবং সিল্কি করতে সাহায্য করে।

চুল পড়া কমানো: মেহেদিপাতা চুলের গোঁড়া শক্ত করে এবং চুলের রুক্ষতা দূর করে। এতে উপস্থিত প্রাকৃতিক উপাদান চুল পড়া কমাতে সাহায্য করে।

কোঁকড়ানো চুলের জন্য উপকারী:  মেহেদিপাতার মিশ্রণ চুলে প্রয়োজনীয় আর্দ্রতা প্রদান করে এবং কোঁকড়ানো চুল সোজা এবং মসৃণ করতে সাহায্য করে।

ক্ষতিকর রাসায়নিক ছাড়াই প্রাকৃতিক রং দেয়। চুলের স্বাভাবিক সৌন্দর্য বজায় রেখে আরও স্বাস্থ্যবান করে তোলে। 

যাদের চুল পাতলা বা নিস্তেজ, এটি তাদের জন্য চুলে কাঙ্ক্ষিত ঘনত্ব আনতে সহায়ক।

প্রতিটি চুলের গায়ে প্রাকৃতিক কোটিং তৈরি করে। এতে চুল হয় দৃঢ়, উজ্জ্বল এবং আরও ঘন।

মেহেদিপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি এবং মাথার ত্বকের চুলকানি ছাড়াও লাল ভাব কমাতে বিশেষভাবে সহায়ক। নিয়মিত ব্যবহারে মাথার ত্বক স্বাস্থ্যকর হয়ে ওঠে।

মেহেদিপাতা চুলের প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে, যা বাইরের বিভিন্ন ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে।

ব্যবহারের সঠিক নিয়ম:

মেহেদি দেয়ার সঠিক উপায় না জানার কারণে উপকার পাওয়া যায় না বরং ক্ষতির সম্মুখীন হয়। চুলে মেহেদি ব্যবহারের জন্য বেশিরভাগ মানুষই যা করেন তা হলো মেহেদি পাতার পেস্ট তৈরি করে সরাসরি চুলে লাগাতে শুরু করেন। এমনটা মোটেও করবেন না। চুল ও মাথার স্ক্যাল্পে মেহেদির গুণাগুণ ও উপকারিতা পেতে মেহেদি পেস্ট করে একটি পাতলা কাপড়ের মাধ্যমে এর রসটুকু চাপ দিয়ে বের করে নিন। সে রসটুকুই চুল ও মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করে লাগান।
 
চুল ভালোভাবে শ্যাম্পু করে পরিষ্কার করে শুকিয়ে নিন। মেহেদির রসটুকু চুলের গোড়ায় এবং পুরো চুলে ভালোভাবে লাগিয়ে নিন। এরপর অপেক্ষা করুন ৪ থেকে ৫ ঘন্টা। তারপর ভালো ব্র্যান্ডের কোনো শ্যাম্পু দিয়েই চুল ধুয়ে নিন।

চুলের যত্নের জন্য সপ্তাহে একবার অথবা দুইবার মেহেদি ব্যবহার করা উচিত।

সতর্কতা: যদি আপনার ত্বকে মেহেদির উপাদানের প্রতি অ্যালার্জি থাকে, তাহলে ব্যবহারের আগে ছোট্ট জায়গায় টেস্ট করে নিন।

 রাবির ‘সি’ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
পুরো পৃথিবীতেই সরকার গণভোটের পক্ষ নেয়: শফিকুল আলম
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচি…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
কেন জোট হল না— যা বলছে ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9