বন্ধুর সাফল্যে কষ্ট পাচ্ছেন? নিজেকে ছোট ভাবার সময় শেষ

২৪ মে ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৭:৫২ PM
নিজেকে ছোট ভাবার সময় শেষ

নিজেকে ছোট ভাবার সময় শেষ © সংগৃহীত

সময় কারও জন্য থেমে থাকে না। প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে আমরা জীবনের ভান্ডার থেকে কিছুটা সময় হারাচ্ছি। এই সময়ের সঙ্গে লড়েই মানুষ গড়ে তোলে তার ভবিষ্যৎ, কীর্তি, কিংবা ব্যর্থতার গল্প। কারও জীবন দ্রুতগতিতে ছুটে চলে, কেউ আবার ধীর গতিতে পথ পাড়ি দেয়। কিন্তু শেষমেশ সবাই-ই জীবনের প্রতিযোগিতায় নিজ নিজ গতিতে এগিয়ে চলে। এই চলার পথে যদি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আত্মস্থ করা যায়, তাহলে জীবন হতে পারে আরও সুন্দর, সংহত এবং অর্থবহ।

আপনি অপ্রতিস্থাপনীয় নন
আপনি হয়তো ভাবছেন, আপনার অফিস বা বন্ধুমহল আপনার অনুপস্থিতি সহ্য করতে পারবে না। কিন্তু বাস্তবতা হলো, আপনি না থাকলেও কিছুদিনের মধ্যেই অন্য কেউ আপনার দায়িত্ব গ্রহণ করে নেবে। তাই নিজের কাজ গুরুত্ব দিয়ে করুন, কিন্তু অহংকার নয়।

জীবন মানেই পরিবর্তন
সমাজ, সম্পর্ক, আবেগ—সবই পরিবর্তনশীল। আজ যিনি বন্ধু, কাল হতে পারেন বিরোধী। আজকের আনন্দ কাল রূপ নিতে পারে বিষণ্নতায়। তাই জীবনের গতিপথে প্রত্যাশা ও বাস্তবতার ভারসাম্য বজায় রাখা জরুরি।

নিজের সঙ্গে তুলনা করুন
আপনার বন্ধু ভালো চাকরি পেয়ে গেছে বলে আপনি পিছিয়ে নেই। অন্যের সাফল্যে নিজেকে ছোট ভাবা নয়, বরং তা থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেকে আরও ভালো করার চেষ্টা করুন।

আর্থিক স্বাধীনতা—স্বস্তির নাম
অর্থ সঞ্চয় করুন, অহেতুক খরচ এড়িয়ে চলুন। ধার করার বদলে নিজে আয় করার অভ্যাস গড়ে তুলুন। দামি জিনিসে না, বরং অভিজ্ঞতা অর্জনে খরচ করুন—স্মৃতিই হবে জীবনের বড় সম্পদ।

দুঃখ চিরস্থায়ী নয়
জীবনে ব্যর্থতা বা কষ্ট আসবেই। ভালোবাসা হারানো হোক বা ক্যারিয়ারে ধাক্কা—প্রথমে তীব্র বেদনা দিলেও সময়ের সঙ্গে সবই হালকা হয়ে আসে। জীবন নিজের মতো করেই আবার ছন্দে ফিরতে শুরু করে।

শুধু পরিশ্রম নয়, চাই বুদ্ধির ব্যবহার
একনাগাড়ে পরিশ্রমে জীবন একঘেয়ে হয়ে যেতে পারে। তাই কৌশল আর সৃজনশীলতাও জরুরি। মাঝে মাঝে ঝুঁকি নেওয়াও প্রয়োজন। ঝুঁকির মধ্যেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনার দ্বার।

সময়কে রাঙিয়ে তোলাই জীবন
সব সময় সাফল্যই জীবনের একমাত্র মানদণ্ড নয়। ছোট ছোট মুহূর্তকে আনন্দে, সৃষ্টিতে ভরিয়ে তোলাও জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ।

নিজের পথ নিজে তৈরি করুন
আপনার সিদ্ধান্ত, আপনার পথ আপনাকেই নিতে হবে। পরিবার, বন্ধু সহায়ক হতে পারে, কিন্তু এগিয়ে যেতে হলে নিজের চেষ্টাই সবচেয়ে বেশি জরুরি।

ভার্চুয়াল জগতে নয়, বাস্তবতাতেই ফোকাস করুন
সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে নিজের সময় কাজে লাগান। স্ক্রিনে চোখ রাখার বদলে নিজের দক্ষতা, শখ, কিংবা আত্মউন্নয়নের দিকেই মন দিন।

মতামতের ভিড়ে নিজের কণ্ঠস্বর শুনুন
আপনার কাজ সবার ভালো লাগবে না—এটাই স্বাভাবিক। তাই নিজের কাজের প্রতি বিশ্বাস রাখুন এবং নিজের নীতিতে অটল থাকুন।

সময়ের ধারায় নিজেকে সাজিয়ে তুলতে পারলেই একজন মানুষ হয়ে ওঠে শক্তিশালী ও সাফল্যমুখী। জীবনের প্রতিটি অধ্যায়ই শেখার, বেড়ে ওঠার সুযোগ। তাই চলুন, সময়কে কাজে লাগিয়ে জীবনকে তৈরি করি নতুন করে, নতুনভাবে।

আজ থেকে শুরু হলো নির্বাচনী প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশ…
  • ২২ জানুয়ারি ২০২৬
বাবা নিরাপত্তা প্রহরী, ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া ইসরাত হতে …
  • ২২ জানুয়ারি ২০২৬
বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটে এম এ জি ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বা…
  • ২২ জানুয়ারি ২০২৬