করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

করোনাভাইরাস
করোনাভাইরাস  © ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৫ জনে। মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

আজ রবিবার (৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

একই সময়ে করোনা শনাক্তে নমুনা পরীক্ষায় নতুন ৫২৯ জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক শূন্য ৬৩ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৬টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৬২টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনে। আর মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৯৪১ জন।

মৃতদের মধ্যে পুরুষ ৬ জন ও নারী ২ জন রয়েছে। মৃত ৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।

এর আগে শনিবার (৫ মার্চ) করোনায় ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর। তাছাড়া আক্রান্ত হয়েছিল ৩৬৮ জনের দেহে। ফলে পরে ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence