ঢাকায় করোনা রোগীদের ৯৮ শতাংশই অমিক্রনে আক্রান্ত

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০০ AM
ওমিক্রন

ওমিক্রন © টিডিসি ফটো

ঢাকাতে করোনা রোগীদের মধ্যে ৯৮ শতাংশ ওমিক্রন ধরনে (ভেরিয়েন্ট) আক্রান্ত বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

করোনায় আক্রান্তদের মধ্যে ৪৮টি করোনার নমুনা পরীক্ষায় ৪৭টিতেই দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

গত ২৯ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিডিডিআরবির ভাইরোলজি ল্যাবে নমুনা পরীক্ষার পর এ ফলাফল পাওয়া গেছে। রোববার বিকেলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: রুশ হামলায় বিশ্বের সবচেয়ে বড় বিমান ধ্বংস

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইসিডিডিআরবির ভাইরোলজি ল্যাবরেটরিতে গত ২৯ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীতে বসবাসরত ৪৮ জন করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭টিই ওমিক্রনের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। বাকি একজনের নমুনায় পাওয়া গেছে ডেলটা ধরন; শতকরা হিসাবে যা ২ শতাংশ।

এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত এসব রোগীদের মধ্যে ওমিক্রনের বিএ.২ উপধরনে আক্রান্ত হয়েছেন ৮৩ শতাংশ। আর বাকি ১৭ ভাগ রোগী বিএ.১ উপধরনে আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছে আইসিডিডিআরবি।

এর আগে ১৩ ফেব্রুয়ারি আইসিডিডিআরবি জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছিল, রাজধানীতে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে ৯২ শতাংশ ওমিক্রনে সংক্রমিত। বাকি ৮ শতাংশ ডেলটায় আক্রান্ত।

গত বছরের ৯ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। এরপর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে অমিক্রনের বিস্তার শুরু।

ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬