২৪ ঘণ্টায় সব মৃত্যু ঢাকায়

২৪ ঘণ্টায় সব মৃত্যু ঢাকায়
২৪ ঘণ্টায় সব মৃত্যু ঢাকায়  © ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। সবাই ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। এর মধ্যে তিনজন ঢাকা, একজন গাজীপুর ও একজন রাজবাড়ী জেলায় মারা গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমেছে। গত ২০ জানুয়ারির পর এক দিনে এত কম মৃত্যু কখনো হয়নি। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে দেশে করোনাভাইরাস সংক্রমণ টানা আট দিন নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার কমে ৫.৫৮ শতাংশে দাঁড়িয়েছে, যা ৪৮ দিনের মধ্যে সর্বনিম্ন। সবশেষ এর চেয়ে কম ৪.৮৬ শতাংশ শনাক্ত হারের তথ্য দেওয়া হয়েছিল গত ৬ জানুয়ারি।

আরও পড়ুন: করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৫.৫৮ শতাংশ

গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২৭৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২৯৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। সবশেষ এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্তের খবর এসেছিল গত ৮ জানুয়ারি। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চারজন ছিলেন পুরুষ ও একজন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃতদের বয়স ছিল ৪১ থেকে ৭০ বছরের মধ্যে। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৭২ জন।


সর্বশেষ সংবাদ