করোনায় একদিনে মৃত্যু ১০ হাজারের বেশি

করোনায় বিশ্বজুড়ে ৫৮ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
করোনায় বিশ্বজুড়ে ৫৮ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।  © সংগৃহীত

করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬৫৪ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখেরও বেশি। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে ওয়ার্ল্ডওমিটারসের ওয়েবসাইটে প্রকাশিত করোনাভাইরাস সংক্রান্ত সবশেষ খবরে এসব তথ্য উঠে এসেছে।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, গেল ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৮৯ হাজার ৬৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ কোটি ৬০ লাখ ৫৬ হাজার ৩৮০ জন।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবিপ্রবি শিক্ষার্থীদের বৈঠক বিকালে

ওয়ার্ল্ডওমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট মৃৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩১২ জনে এবং দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫৪৭ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ইউরোপের দেশ জার্মানিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ১২৮ জন এবং মারা গেছেন ২২৪ জন।

গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে মৃত্যু হয়েছে ৯২২ জনের যা মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে দ্বিতীয়। দেশটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৩৫৯ জন। 

এছাড়া ভারতে মৃত্যু ৬৫৯ জন এবং আক্রান্ত ৫৫ হাজার ৯৮৮ জন। রাশিয়ায় মৃত্যু ৭০১ জন এবং আক্রান্ত ১ লাখ ৯৭ হাজার ৭৬ জন। স্পেনে আক্রান্ত ৫৩ হাজার ৫৫ জন এবং মৃত্যু ৩৯৩ জন। ইউক্রেনে আক্রান্ত ৪১ হাজার ৬৯৪ জন এবং মৃত্যু ২৮০ জন। তুরস্কে আক্রান্ত ৯৮ হাজার ৬০২ জন এবং মৃত্যু ২৬৪ জন। ইতালিতে আক্রান্ত ৭৫ হাজার ৮৬১ জন এবং মৃত্যু ৩২৫ জন। ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৫৩ হাজার ২৫ জন এবং মৃত্যু ৩১০ জন।

আরও পড়ুন: জবির শূণ্য আসনে ভর্তি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ আফ্রিকায় ২০৩ জন, কানাডায় ১৩১ জন, আর্জেন্টিনায় ২৬৩ জন, গ্রিসে ৯৭ জন, পোল্যান্ডে ২৬২ জন, হাঙ্গেরিতে ৯৯ জন, ইরানে ১৩০ জন, জাপানে ১৫৫ জন, রোমানিয়ায় ১৩৮ জন, চিলিতে ১৬২ জন, মেক্সিকোতে ৭৪৩ এবং ভিয়েতনামে ৭৪ জন মারা গেছেন।

এদিকে, চীনের হুবেই প্রদেশের উহানে ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর বিশ্বজুড়ে এ ভাইরাসটির সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়লে ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence