করোনা পজিটিভ এরদোয়ান

০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৮ PM
রিসেপ তাইয়েপ এরদোয়ান

রিসেপ তাইয়েপ এরদোয়ান © ফাইল ছবি

নভেল করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে এক টুইটে নিজেই নিশ্চিত করেছেন এরদোয়ান।

টুইটারে দেওয়া এক বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, করোনাভাইরাসের মৃদু উপসর্গে ভুগছেন তিনি। তার স্ত্রীও একই ধরনের উপসর্গে ভুগছেন। তবে বাড়ি থেকে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

সংবাদ মাধ্যম আল আরাবিয়া বলছে, ৬৭ বছর বয়সী এরদোয়ান ইস্তাম্বুলে একটি ট্যানেল উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হওয়ার পরে বার্তাটি পেয়েছিলেন। তখন শারীরিক অসুস্থতার কথা বলে সেখানে তার উপস্থিতি বাতিল করেছিলেন। তবে সে সময় তার অসুস্থতার কোনও লক্ষণ দেখা যায়নি।

সম্প্রতিক সময়ে তুরস্কে রেকর্ড মাত্রায় কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন। গতকাল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে মোটি ১ লাখ ১১ হাজার ১৫৭ জন শনাক্ত হয়েছে। যদিও ডিসেম্বরের শেষের দিকে দৈনিক শনাক্ত ২০ হাজারে দাঁড়িয়েছিল। কিন্তু সম্প্রতি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে তা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

দেশটিতে উচ্চ প্রাণহানির ঘটনাও ঘটছে, শুক্রবার ২৪৮ জন মারা গেছে, যা অক্টোবর থেকে দেখা যায়নি বলে জানায় সংবাদ মাধ্যম আল আরাবিয়া।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ৮.৪ ডিগ্রি
  • ০৫ জানুয়ারি ২০২৬
আক্ষেপ নিয়ে ক্রিকেট থেকে অবসর নিলেন শফিউল ইসলাম
  • ০৫ জানুয়ারি ২০২৬
বরফ গলছে দাঁড়িপাল্লা-হাতপাখার, সমঝোতা কত আসনে?
  • ০৫ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী ২ দিনের রিমান্ডে
  • ০৫ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৫ জানুয়ারি ২০২৬
ধর্মীয় শিক্ষা অবারিত করতে যেকোনো বয়সে দাখিল পরীক্ষায় বসার স…
  • ০৫ জানুয়ারি ২০২৬