৪ মাস পর ফের করোনা সংক্রমণ ছাড়াল ২ হাজার

১০ জানুয়ারি ২০২২, ০৫:১৪ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ছবি

একদিনের ব্যবধানে করোনাভাইরাসের নতুন সংক্রমণ দেড় গুণ হয়ে ২ হাজার ছাড়িয়ে গেছে। এর আগে সবশেষ গত বছরের ১৪ সেপ্টেম্বর সংক্রমণ ছিল ২ হাজারের বেশি। সে হিসাবে প্রায় চার মাস পর ফের এক দিনে নতুন সংক্রমণ ২ হাজার ছাড়াল।

এদিকে, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে আরও প্রায় ২ শতাংশ। আগের দিনের ৬ দশমিক ৭৮ শতাংশের বিপরীতে গত ২৪ ঘণ্টায় এই হার হয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ। গত চার মাসের মধ্যে এটিই নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের সর্বোচ্চ হার। অন্যদিকে, গত ২৪ ঘণ্টাতেও করোনা সংক্রমণ নিয়ে আগের দিনের মতোই তিন জন মারা গেছেন।

আজ সোমবার (১০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ২৩১ জন। আর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশে।  

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনে।

কত পদের বিপরীতে ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দিল মন্ত্রণা…
  • ০৪ জানুয়ারি ২০২৬
২০২৫ সালে সড়কে ৯১১১ প্রাণহানি
  • ০৪ জানুয়ারি ২০২৬
আয়রন সমৃদ্ধ খাবার খেলেও উপকার মিলছে না? ভুল করছেন যেখানে
  • ০৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিবৃ…
  • ০৪ জানুয়ারি ২০২৬
আগামী ৫ দিন শীতের তীব্রতা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস
  • ০৪ জানুয়ারি ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে ববি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!