২০ দিন পর করোনায় দৈনিক মৃত্যু দুইশ’র নিচে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৬:১৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২১, ০৬:১৮ PM
দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের মৃত্যু হয়েছে। টানা ২০ দিন পর করোনায় দৈনিক মৃত্যু দুইশ’র নিচে নেমেছে। আর এ সময় সংক্রমণ ধরা পড়েছে ৮ হাজার ৪৬৫ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার (১৩ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৮ হাজার ৪৬৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। দৈনি শনাক্ত রোগীর এই সংখ্যা ১০ হাজারের নিচে নামল ৫ দিন পর।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে। তাদের মধ্যে ২৩ হাজার ৮১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১১ হাজার ৪৫৭ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন সুস্থ হলেন।