করোনায় ২৭তম বিসিএস ক্যাডারের কর কর্মকর্তার মৃত্যু

সালাহ উদ্দীন আহমেদ
সালাহ উদ্দীন আহমেদ  © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সালাহ উদ্দীন আহমেদ নামে এক সহকারী কমিশনার মারা গেছেন। মঙ্গলবার রাত পৌনে ১১টায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সালাহ উদ্দীন আহমেদ বিসিএস (কর) ২৭তম ব্যাচের কর্মকর্তা। বিসিএস ট্যাকসেশন এসোসিয়েশনের সভাপতি ও বিসিএস কর একাডেমির মহাপরিচালক মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য জানান।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিনিয়র সচিব, আইআরডি ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এই নিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে বিসিএস (কর) ক্যাডারের তিনজন কর্মকর্তা মারা গেছেন। এছাড়া একজন অতিরিক্ত সহকারী কর কমিশনার, কয়েকজন কর পরিদর্শক ও কর্মচারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আর কয়েকশত কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

এনবিআর সূত্র জানায়, সালাহ উদ্দীন আহমেদ বিসিএস (কর) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ। তার নয় বছরের এক পুত্র সন্তান রয়েছে। তিনি সহকারী কর কমিশনার হিসেবে কর অঞ্চল-৮, ঢাকায় কর্মরত ছিলেন। কর্তব্যরত অবস্থায় জুলাই মাসে তিনি করোনা আক্রান্ত হন। বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। ২৯শে জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার আরো অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। এর পর তাকে প্লাজমা দেয়া হয়েছে। কিন্তু জ্বর কমেনি। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ