শাকিব খানকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ ঘোষণা করল ইউনিসেফ

বাংলা চলচ্চিত্রের অভিনেতা শাকিব খান
বাংলা চলচ্চিত্রের অভিনেতা শাকিব খান  © ফাইল ফটো

বাংলা চলচ্চিত্রের নায়ক ও প্রযোজক শাকিব খানকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ ঘোষণা করেছে ইউনিসেফ বাংলাদেশ। 

২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে টিকাদান সপ্তাহ। এবারের প্রতিপাদ্য ‘টিকা আমাদের কাছে আনে’। আজ শুক্রবার টিকাদান সপ্তাহের শেষ দিন।

ইউনিসেফ বাংলাদেশ তাদের ফেসবুক পেজে শাকিব খানের একটি স্থিরচিত্র শেয়ার করে লিখেছে, ‘বাংলাদেশের সর্বপ্রিয় অভিনেতা এবং একজন সম্মানিত প্রযোজক শাকিব খান। তাঁর আরও একটি পরিচয় আছে, তিনি প্রকৃত অর্থে একজন দায়িত্ববান নাগরিক। সঠিক সময়ে করোনাভাইরাস টিকা নিয়ে তিনি নিজের ও নিজ কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করেছেন।’

ইউনিসেফের ওই পোস্টে আরও বলা হয়, ‘এই বিশ্ব টিকাদান সপ্তাহে ইউনিসেফের ভ্যাকসিন চ্যাম্পিয়ন হয়ে তিনি আপনাকেও সঠিক সময়ে আপনার এবং সন্তানের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।’

করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার শেষ দিনে শাকিব খান টিকা নিয়েছেন।

ভ্যাকসিন হিরো ঘোষণার খবর শুনে শাকিব বলেন, ‘আমাকে, আমার আপনজনকে এবং আমার দেশকে পোলিও, হাম ও টিবির মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করেছে টিকা। আমি করোনাভাইরাসের টিকা নিয়েছি, যাতে আমার আপনজনদের নিরাপদ রাখতে পারি।’

এর আগে গত বুধবার ছোট পর্দার সুপারস্টার মেহজাবিন চৌধুরীকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ হিসেবে ঘোষণা করে ইউনিসেফ বাংলাদেশ। 

একইভাবে সংস্থাটির ফেসবুক পেজে এ নিয়ে ঘোষণায় বলা হয়, ‘বাংলাদেশের একজন শীর্ষ মডেল এবং আমাদের সবার প্রিয় অভিনেত্রী মেহজাবিন বিশ্বাস করেন, আমাদের একের স্বাস্থ্য অপরের স্বাস্থ্যের ওপর পুরোপুরি নির্ভরশীল। তাই ইউনিসেফের সাথে, সঠিক সময়ে টিকা নিয়ে কেবল নিজেরই নয়, আশপাশের সকল মানুষকেও সুরক্ষিত রাখার অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।’


সর্বশেষ সংবাদ