স্কুলে মেয়ের অ্যাসাইনমেন্ট জমা দিতে এসে বাবার মৃত্যু

০৮ ডিসেম্বর ২০২০, ১০:৩৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

স্কুলে মেয়ের অ্যাসাইনমেন্ট জমা দিতে এসে খায়রুল ইসলাম (৫৫) নামে এক অভিভাবকের মৃত্যু হয়েছে। সোমবার(৭ ডিসেম্বর) বিকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোডের শাখায় (মূল শাখা) অসুস্থ হয়ে পড়েন তিনি।

এরপর তাকে পাশের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মজিদ সুজন সাংবাদিকদের জানান, বেইলি রোডে (মূল শাখা) অভিভাবকদের লাইনে দাঁড়িয়ে ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী খায়রুল। এ সময় তার শরীর খারাপ লাগছে জানালে অন্য অভিভাবকরা তাকে একটি ক্লাসরুমে নিয়ে বসান। সেখানে তিনি গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরও জানান, কিছুক্ষণ পরে এক নারী অভিভাবক এসে দেখেন তার শরীর অস্বাভাবিক ঠাণ্ডা। এরপর কয়েকজন মিলে তাকে মনোয়ারা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎকরা খায়রুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে পরিবারের স্বজনরা জানান, মৃত খায়রুল ইসলামের দুই কন্যা সন্তান। তাদের মধ্যে একজন ভিকারুননিসা নূন স্কুলের দিবা শাখায় সপ্তম শ্রেণির ছাত্রী, আরেকজন মতিঝিল আইডিয়ালে পঞ্চম শ্রেণির। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। মৃত ব্যক্তিকে তার গ্রামের বাড়ি নেত্রকোনায় নেয়া হবে। সেখানে তার দাফন করা হবে।

এ ব্যাপারে রমনা থানার ডিউটি অফিসার অজিৎ রায় বলেন, এ বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেনি।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬