© সংগ্রহীত
ভারতের অন্ধ্রপ্রদেশের বিসাখাপত্মম জেলার ইলুরু শহরে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছে প্রায় ৩০০ মানুষ। আক্রান্তদের মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে পড়ে এবং শরীরে খিঁচুনি দেখা দেয়। লক্ষণগুলো মৃগী রোগের মতো বলছেন অনেকে। আক্রান্তদের অধিকাংশই বৃদ্ধ ও শিশু। এরই মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থতার কারণ জানতে তদন্ত করছেন বিশেষজ্ঞরা।
করোনা আক্রান্ত রোগীর তালিকায় বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে ভারত। রাজ্যগুলোর মধ্যে অন্ধ্রপ্রদেশে তৃতীয় সর্বোচ্চ ৮ লাখ মানুষের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ফলে রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য সেবা বিভাগের কর্মীরা। করোনার প্রকোপের মাঝেই এক বিরল রোগের প্রাদুর্ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে।
এলুরুর সরকারি হাসপাতালে চিকিৎসায় দায়িত্বরত ডা. সুহাসিনী বলেন, আমার ২৫ বছরের চিকিৎসক জীবনে এমনটি দেখিনি। তবে বিজয়াওয়াড়া সরকারি হাসপাতালে ভর্তি দুই শিশুকে সুস্থ হতে দেখেছি। সব রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে।