সাহবুদ্দিন মেডিকেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র

২০ জুলাই ২০২০, ১২:০২ PM

© ফাইল ফটো

সাহবুদ্দিন মেডিকেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোাষণা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। তাদের উদ্ভাবিত ‘অ্যান্টিবডি টেস্ট কিট’ দিয়ে করোনা পরীক্ষার ভুয়া তথ্য উপস্থাপন করায় এ ব্যবস্থা নেওয়া হচ্ছে মেডিকেলটির বিরুদ্ধে।

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘জিআর কোভিড-১৯ র‌্যাপিড ডট ব্লট অ্যান্টিবডি টেস্ট’ নামে প্রকল্পটি পরিচালনা করছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট এখন পর্যন্ত সরকারের অনুমোদন পায়নি, বিপণন হয়নি। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ছাড়া আর কোনো প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার জন্য বা ট্রায়ালের জন্যও দেওয়া হয়নি।

গত ১১ জুন এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছিল বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই কিট দিয়ে বিভিন্ন জায়গায় করোনা পরীক্ষার যে খবর বেরিয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। এটি কোভিড-১৯ জনিত মহাদুর্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবনীর বিরুদ্ধে ষড়যন্ত্র। এর তীব্র প্রতিবাদও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সাহবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। এছাড়া সরকারের অ্যান্টিবডি টেস্ট ও কিট সংক্রান্ত সব নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল বলেও উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে, ‘এ সংক্রান্ত কিট পরীক্ষার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কেউ যদি এ ধরণের তথ্য কোথাও পান, অনুগ্রহ করে আমাদের, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা কিংবা স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করছি।’

‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সং…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬