গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের সাফল্য প্রমাণিত, বাস্তবায়ন চান ডা. জাফরুল্লাহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ জুন ২০২০, ০৮:৫২ PM , আপডেট: ১৯ জুন ২০২০, ০৯:০২ PM
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কারিগরি বিশেষজ্ঞ দল গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটের কার্যকারিতার প্রমাণ পেয়েছেন। এর কারিগরি কমিটি গণস্বাস্থ্য আরএনএ বায়োটেক লিমিটেডের উদ্ভাবিত এন্টিবডি কিটের সুপারিশের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ঔষধ প্রশাসন অধিদফতর জরুরিভাবে সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় এনে সুপারিশগুলো বাস্তবায়ন করবে। অতিদ্রুত নিবন্ধন ও বিপণন অনুমতি দেবে। আজ শুক্রবার (১৯ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কিট কতো শতাংশ কার্যকারিতা বৈজ্ঞানিক আলোচনার বিষয়। কিটের উন্নয়ন একটি চলমান বিষয়। এ বিষয়ে আমরা বিএসএমএমইউর ক্রমাগত সহায়তা চাইছি। তারা এন্টিজেন কিটটি দ্রুত পরীক্ষা করে দিক। তবে বিএসএমএমইউ আনুষ্ঠানিকভাবে যা বলেছে, সেটাই হোক ভিত্তি।
তিনি বলেন, সতর্ক থাকতে হবে লালফিতা যাতে ক্ষণকাল হরণ করতে না পারে৷ গণস্বাস্থ্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) যৌথভাবে জাতির এক মহাদুর্যোগের দিনে ১৭ কোটি মানুষের জীবনে সরাসরি একটি সুসংবাদ বয়ে এনেছে। সবাই অভিনন্দন প্রাপ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই একটা আশা নিয়ে গণস্বাস্থ্যের জন্য কতোগুলো বিশেষ ব্যবস্থা নিয়ে দিয়েছিলেন, সেটাও ফলপ্রসূ হয়েছে।
ডা. জাফরুল্লাহ আরও বলেন, পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো.মাহবুবুর রহমান বলেছিলেন, ইতিবাচক প্রতিবেদন পেলে তিনি নিবন্ধন দেবেন। এমনকি বিশেষজ্ঞ কমিটিতেও পাঠাবেন না। এটাই যৌক্তিক। আমরা এখন ঔষধ প্রশাসনের দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায়।