গান বাংলা টিভির এমডি তাপস ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

  © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারকা দম্পতি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে বিষয়টি তারা সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন। করোনা পজিটিভ হওয়ার পর সংগীতশিল্পী এবং গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাপস একটি আবেগঘন বার্তা দেন ফেসবুকে। কঠিন সময়টি অতিক্রম করতে সবার দোয়া চেয়েছেন তিনি।

তাপস বলেছেন, ‘আমি যখন কোনও নেগেটিভ বিষয়ের মুখোমুখি হই, তখন একটা মানুষের মুখোমুখি হই। কারণ জানি, তার কাছে গেলে সব নেগেটিভিটি পজেটিভ হয়ে ধরা দেবে। তিনি আমার স্ত্রী ফারজানা মুন্নী। তার ভেতরে সবসময় ইতিবাচক শক্তি কাজ করে। অথচ আজ আমরা দুজনই পজিটিভ ফলাফল পেলাম! যে পজিটিভ আমাদের দাঁড় করিয়ে দিলো নতুন অন্ধকারের মুখোমুখি।’

তিনি আরও লেখেন, ‘দুজনই জীবনের শুরু থেকে ইতিবাচক ছিলাম। সব অসুবিধাকে ইতিবাচক দৃষ্টিতে সমাধান করেছি। এখন আমরা আনুষ্ঠানিকভাবে করোনা পজিটিভ! আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তিনিই আমাদের রক্ষা করবেন।’

তাপস জানান, তারা দুজনেই মানসিকভাবে সুস্থ আছেন এবং নিজ বাসাতেই রয়েছেন। চিকিৎসক পরামর্শ মেনে চলছেন বলেও জানান তিনি।

সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কৌশিক হোসেন তাপস কণ্ঠশিল্পী এবং সংগীত পরিচালকও বটে। গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালকও (এমডি) তিনি। চ্যানেলের চেয়ারম্যান পদে আছেন ফারজানা মুন্নী। গানবাংলায় প্রচারিত ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানের জন্য ভারতের মর্যাদাপূর্ণ সম্মাননা ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৮’ ও ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’ পেয়েছেন কৌশিক হোসেন তাপস।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence