এস আলম গ্রুপ চেয়ারম্যানের মা ও ছেলেও করোনা আক্রান্ত

২৪ মে ২০২০, ০২:৩৪ PM
পারিবারিক ছবি। মাঝখানে মা

পারিবারিক ছবি। মাঝখানে মা © সংগৃহীত

এবার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা ও ছেলেরও। শনিবার বিআইটিআইডির ল্যাবে নমুনা পরীক্ষায় সাইফুলের মা চেমন আরা বেগম (৮৫) এবং ছেলে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলমের (২৬) করোনাভাইরাস পজিটিভ আসে বলে তার ভাগ্নে আরিফ আহমেদ জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষার ফল জানার পর দুইজনকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাইফুল আলম মাসুদের মা-ভাইরা নগরীর সুগন্ধা আবাসিক এলাকার এক নম্বর রোডে এস আলম হাউজে থাকেন। গত ১৭ মে ছয়জনের সংক্রমণ ধরা পড়লে প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়ি অবরুদ্ধ করে ফেলা হয়। পরে এস আলম হাউজের বেশ কয়েকজন পরিচারিকাও আক্রান্ত বলে খবর আসে।

আর সাইফুল আলম মাসুদও তার স্ত্রী-সন্তানদের নিয়ে মা-ভাইদের সঙ্গে ওই বাড়িতেই থাকেন। তবে মার্চের মাঝামাঝি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর এখনও সেখানেই আছেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন।

এর আগে গত ১৭ মে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় সাইফুল আলম মাসুদের পাঁচ ভাই এবং একজনের স্ত্রীর সংক্রমণ ধরা পড়ে। তাদের মধ্যে বড়ভাই এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম শুক্রবার রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক ছিলেন।

বাকি ভাইদের মধ্যে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু, পরিচালক রাশেদুল আলম, শহীদুল আলম, ওসমান গণি এবং তাদের এক ভাইয়ের স্ত্রী ফরাজানা বেগম এখন চিকিৎসাধীন।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬