ফোন দিবেন, সশরীরে গিয়ে লাশ দাফন করব: রাব্বানী

১৭ মে ২০২০, ০৮:৪৭ AM

করোনায় আক্রান্ত হয়ে মৃতের লাশ দাফনের ব্যবস্থা করার ঘোষণা দিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী। আর ঢাকার মধ্যে হলে সশরীরে গিয়ে দাফন ও জানাজায় অংশ নেবেন বলেও জানান তিনি। এদিকে দেশে প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। সংক্রমণের শঙ্কায় অনেক মৃতদেহ সৎকার বা দাফনে অস্বীকৃতি জানায় আত্মীয় স্বজন। ফলে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকে ওই মৃতদেহ। এমন পরিস্থিতিতে এগিয়ে আসার ঘোষণা দেন তিনি।

গোলাম রাব্বনী বলেন, এই দুর্যোগকালীন সময়ে প্রায়শই দেখছি, ‘করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে মৃত ব্যক্তির জানাজা ও দাফন সম্পন্ন নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। আত্মীয় পাড়াপ্রতিবেশি দূরে থাক, অনেক ক্ষেত্রে পরিবারের একদম আপনজনও আক্রান্ত হবার ভয়ে মৃত ব্যক্তির সংস্পর্শে আসছেন না।

তিনি আরও বলেন, এই ধরনের সংবাদ, তাদের জন্য অত্যন্ত লজ্জার এবং আমাদের জন্য হতাশার, যারা সংক্রমণের ভয়ে মৃত ব্যক্তির একান্ত আপনজন হয়েও দাফন-জানাজা কিংবা শেষকৃত্যে অংশ নিচ্ছেন না! বিভিন্ন সূত্রে এটা ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে, মৃতব্যক্তির শরীরে করোনা ভাইরাস দীর্ঘ সময় থাকে না।

এবার করোনায় মৃতের লাশ দাফনের দায়িত্ব নিবেন জানিয়ে তিনি বলেন, ‘এমন পরিস্থিতি উদ্ভব হলে বা কেউ এমন কোন মৃত্যু ব্যক্তির খবর পেলে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ (ফোন কল, এসএমএস/ ইনবক্স) করবেন। ঢাকার মধ্যে হলে আমি সশরীর উপস্থিত হয়ে জানাজা ও দাফন সম্পন্ন করার ব্যবস্থা করবো, আর ঢাকার বাইরে হলে সব কার্যক্রম সম্পন্ন করার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ।,

এদিকে দেশে করোনা প্রাদুর্ভাব শুরুর সময় ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলেগুলোতে ৭০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণের মধ্যে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন গোলাম রাব্বানী। এরপর দিনরাত টানা রাজধানী, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে কৃষক, পথশিশু ও নিম্নমধ্যবিত্তসহ নানা শ্রেণীর পেশার মানুষের কাছে সাহায্য পৌছে দিচ্ছেন।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬