করোনায় আক্রান্ত এয়ার ইন্ডিয়ার ৫ পাইলট

  © ফাইল ফটো

প্রাণঘাতী করোনায় (কোভিড-১৯) আক্রান্ত এবার এয়ার ইন্ডিয়ার বিমানের পাঁচ পাইলট, এক টেকনিশিয়ান ও এক ইঞ্জিনিয়ার।এনডিটিভি-কে এয়ার ইন্ডিয়ার এক সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ৭৭ জন পাইলটের শরীরে গত শনিবার করোনার পরীক্ষা করানো হয়। এদের মধ্যে পাঁচ জনের শরীরে করোনা ধরা পড়ে।

সূত্রটি আরও জানায়, কোভিড-১৯ পজিটিভ বিমান চালকদের কারো শরীরেই কোনো লক্ষণ নেই। উপসর্গবিহীন এসব পাইলটকে নিজেদের বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এই পাঁচজন পাইলটই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান চালাতেন। ২০ এপ্রিলের পরে তাদের মধ্যে কেউই বিমান চালাননি।

এয়ার ইন্ডিয়ার বিমানে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ইতালি ও ইরানের মতো দেশ, যেখানে সংক্রমণের হার অত্যন্ত বেশি, সেখান থেকেও আনা হচ্ছে আটকে পড়া ভারতীয়দের।

উপসাগরীয় যুদ্ধের পর এত জনকে উদ্ধার করার ঘটনা এই প্রথম। এই কাজে নিযুক্ত প্রথম বিমানটি ৩২৬ জন ভারতীয়কে নিয়ে লন্ডন থেকে দেশ ফিরবে আজ রবিবার। সব মিলিয়ে ৬৪টি ফ্লাইটে বিদেশ আটকে থাকা ১৫ হাজার ভারতীয়কে দেশে ফেরানো হবে।

করোনা সঙ্কট মোকাবেলায় প্রথম সারিতে থেকে যুদ্ধ চালাচ্ছেন‌ যে কোভিড-১৯ যোদ্ধারা তাদের মধ্যে নবতম সংযোজন হিসেবে এই পাইলটদের শরীরে ধরা পড়ল সংক্রমণ।


সর্বশেষ সংবাদ