মালয়েশিয়ায় ফের ৯ জুন পর্যন্ত বাড়ল লকডাউন

১০ মে ২০২০, ০১:৩০ PM

মালয়েশিয়ায় পঞ্চম বারের মতো লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৯ জুন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। রোববার (১০ মে) স্থানীয় সময় দুপুর ২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান আদেশ মুভমেন্ট কন্ট্রোল অডারের (এমসিও) অধীনে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

তিনি বলেন, আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রণ আদেশ বাড়িয়েছি। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা পবিত্র রমজান মাসে আল্লাহ তায়ালা’র নিকট প্রার্থনা করি যেন কোভিড -১৯ থেকে মুক্তি পাই। আমি জানি এটা আমাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু সবার সুস্বাস্থ্যর জন্য এমসিও বাড়াতে হচ্ছে। আমরা চাই আমাদের দেশ থেকে পুরোপুরি করোনা ভাইরাস নির্মূল হোক। ইতোমধ্যেই আমাদের করোনাভাইরাস প্রতিরোধে এগিয়ে আছি এবং আরো সাফল্যের জন্য অপেক্ষা করতে হবে।

দেশটিতে করোনাভাইরাস মোকাবিলায় গত ১৮ মার্চ থেকে চলাচলে বিধিনিষেধ আরোপ করে চতুর্থবারের মতো বাড়িয়ে ১২ মে পর্যন্ত ঘোষণা করা হয়। কিন্তু করোনাভাইরাস মোকাবিলায় ফের বিধিনিষেধ বাাড়িয়ে আগামী ৯ জুন পর্যন্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬