ত্রাণের চাল নিয়ে অনিয়ম, আওয়ামী লীগ থেকে বহিষ্কার ইউপি চেয়ারম্যান

১০ মে ২০২০, ১২:৩৫ PM

মহামারি করোনা পরিস্থিতিতে সরকারি চাল বিতরণের অভিযোগে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান মখলিছ মিয়ার বিরুদ্ধে মামলা হওয়ায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৯ মে) রাতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল জানান, সরকার ত্রাণের পণ্য নিয়ে কঠোর অবস্থানে রয়েছে তাই এ নিয়ে কোনো খেলার সুযোগ নেই। ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া নৌকার মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। এ অবস্থায় ত্রাণ এবং ভিজিডি নিয়ে তার অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি তাকে চেয়ারম্যান পদ থেকেও বহিষ্কার করা হবে। রাত পৌনে ১১টায় সভাপতি ও সাধারণ সম্পাদক আদিল হোসেন জজ মিয়া স্বাক্ষরিত বরখাস্তের চিঠি জেলায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নূরপুর ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া সরকারি চাল বিতরণে চরম অনিয়ম করেছেন অভিযোগের প্রেক্ষিতে গত শুক্রবার রাতে তার হেফাজত থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১হাজার ৭শ কেজি চাল জব্দ করা হয়েছে। আরও ৩শ কেজি চালের হদিস পাওয়া যায়নি। এছাড়াও টিপসই নিয়ে ভিজিডি কর্মসূচির চাল প্রদান না করার অভিযোগও প্রমানিত হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফত রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে এবং অভিযোগের সত্যতা পায়। অভিযানের খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬