দেশের করোনাভাইরাসের বিস্তার শুরুর পর এখন ৬৪ জেলাতেই করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে। সর্বশেষ রাঙ্গামাটি জেলায় চারজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
এনিয়ে দেশের সবগুলো জেলাতেই কোভিড-১৯ রোগী শনাক্ত হল। তবে রাঙ্গামাটি জেলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, বিষয়টি নিয়ে তারা দ্বিধায় আছেন। তিনি বলেন, ২৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয় এবং তারা সম্পূর্ণ সুস্থ আছেন।
আবারো আজ নতুন করে প্রায় আটশ’র কাছাকাছি রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে। সবমিলিয়ে আরো ৭৯০ জনকে করোনায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। দেশে এখন মোট ১১ হাজার ৭১৯ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
আর মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৩২৭ জন। মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৯৯ হাজার ৬৪৬টি।
এ দিকে আগামীকাল থেকে জোহরের নামাজ থেকে মসজিদে সব ধরণের নামাজ পড়তে পারবেন মুসল্লীরা। শর্ত সাপেক্ষে তারাবিসহ সব নামাজ সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়ার আহবান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।