নারায়ণগঞ্জে করোনা শনাক্তে স্থাপিত ল্যাবের উদ্বোধন আজ

০৬ মে ২০২০, ১২:৪৪ PM

© সংগৃহীত

করোনার হটস্পট নারায়ণগঞ্জের খানপুর তিন শ শয্যা হাসপাতালে কভিড-১৯ টেস্টের জন্য স্থাপিত ল্যাব আজ বুধবার উদ্বোধন করা হবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে ল্যাবের সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়।

ডা. সঞ্চয় বলেন, আমাদের ল্যাবের সব প্রস্তুতি শেষ হয়েছে। এখানে প্রতিদিন এক সেটাপে ৯০টি করে টেস্ট করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, স্বাস্থ্য সচিব, জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন (সিএস) ডা. মোহাম্মদ ইমতিয়াজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় প্রমুখ উপস্থিত থাকবেন।

এর আগে ১৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক সামসুদ্দোহা সঞ্জয় সেখানে করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাব নেই বলে জানান।

ল্যাব না থাকায় বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে নারায়ণগঞ্জে দ্রুত ল্যাব স্থাপনসহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলেন। এর ২২ দিনের মাথায় নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ ল্যাবসহ পিসিআর মেশিন ও ১০ শয্যার আইসিও ইউনিট স্থাপন করেন।

আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির ডিন মাহবুবুল আলম মজুমদার পেলেন ‘স্পির…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভোলার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬
নুরুল হক নুরকে শোকজ
  • ৩১ জানুয়ারি ২০২৬