বাসায়ই চিকিৎসা নিচ্ছেন করোনা আক্রান্ত নওগাঁ-২ আসনের এমপি

০৪ মে ২০২০, ০৪:২৯ PM

© সংগৃহীত

মহামারি করোনায় আক্রান্ত হওয়ার পর সরকারি বাসায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এমপিদের জন্য বরাদ্দকৃত নিজ ফ্ল্যাটে অবস্থান এবং সেখানেই চিকিৎসা নিচ্ছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। সংসদের মেডিকেল সেন্টারের চিকিৎসক ছাড়াও হলি ফ্যামিলির এক চিকিৎসকের অধীনে রয়েছেন তিনি।

সোমবার (৪ মে) দুপুরে সংসদ মেডিকেলের প্রধান মেডিকেল কর্মকর্তা মোহাম্মদ আরিফ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা ছাড়াও উনি (শহীদুজ্জামান সরকার) হলি ফ্যামিলির ডাক্তারের অধীনে চিকিৎসাধীন আছেন। আমি সব সময় খোঁজখবর রাখছি। তার শারীরিক অবস্থা ভালো।’

সংসদের এ প্রধান মেডিকেল কর্মকর্তা বলেন, এই চিকিৎসা তো আহামরি কিছু না। আল্লাহ ভালো করলে ভালো হয়ে যায়। উনি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। উনি বাসায়ই আছেন।

৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি ডায়াবেটিস রোগেও ভুগছেন। গত শুক্রবার তার করোনা ধরা পড়ে। তিনি বর্তমানে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের ৪ নম্বর ভবনে অবস্থান করছেন।

জানা যায়, সাবেক এই হুইপ গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে রাজধানীতে আসেন। এরপর জ্বর দেখা দিলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) তার নমুনা পরীক্ষায় পজিটিভ আসে।

 

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬