জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের অবস্থার উন্নতি

০৪ মে ২০২০, ০১:০৫ PM

© ফাইল ফটো

রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এর আগে প্রত্যাশিত উন্নতির লক্ষণ দেখতে না পাওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে (সিসিইউ) স্থানান্তর করেছিলেন। তবে পুরোপুরি সুস্থ হতে প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান।

সোমবার ( ৪ মে ) তার বাবার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি এমন তথ্য দিয়েছেন।

ছেলে আন্দন জামান বলেন, বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার কনশাসনেস লেভেল এখন আগের চেয়ে ভালো। খাবার গ্রহণ আগের ছেয়ে কিছুটা ভালো হচ্ছে। ডাক্তার দীন মোহাম্মদ তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করছেন।

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান হার্ট ও কিডনিজনিত রোগে আক্রান্ত হওয়ায় গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে সিসিইউতে রাখা হয়, দুদিন পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। এরপর শারীরিক অবস্থা আবারো খারাপ হলে ফের সিসিইউতে রাখা হয়। তবে বর্তমানে জাতীয় এই অধ্যাপকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতির দিকে যাচ্ছে বলে জানা গেছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, স্যারের হার্ট ও কিডনিজনিত সমস্যা রয়েছে। রক্তে ইনফেকশন রয়েছে। একই সঙ্গে বার্ধক্যজনিত নানা জটিলতা রয়েছে। এই চিকিৎসকের তত্ত্বাবধানে আনিসুজ্জামানের চিকিৎসা চলছে।

এর আগে বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে। পরে প্রত্যাশিত উন্নতির লক্ষণ দেখতে না পাওয়ায় চিকিৎসকরা তাকে শনিবার (২ মে) নিবিড় পর্যবেক্ষণে (সিসিইউ) স্থানান্তর করেন।

ট্যাগ: জাতীয়
এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬