গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা কিট পরীক্ষা করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর

৩০ এপ্রিল ২০২০, ০৪:১৩ PM

© সংগৃহীত

গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনা পরীক্ষার কিট ‘জি র‍্যাপিড ডট ব্লট’ অবশেষে পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রকে চিঠি দিয়ে ওষুধ প্রশাসন তা জানিয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কিট পরীক্ষার অনুমতি দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), আইসিডিডিআর,বির যে কোন একটিতে কিটগুলো পরীক্ষা করার কথা বলেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।’

ইতোমধ্যে বিএসএমএমইউর উপাচার্যকেও চিঠি দিয়ে অধিদপ্তর বিষয়টি জানিয়েছে বলে জানান ডা. জাফরুল্লাহ। কিট পরীক্ষা নিয়ে কয়েকদিনের বিতর্কের পর এটি ‍উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে মনে করেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) কিট পরীক্ষার অংশ হিসেবে ৫০ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হয়। ইতোমধ্যে গণস্বাস্থ্য কেন্দ্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে।’

তিনি বলেন, ‘বিএমআরসির বড় কমিটি আছে। এর সদস্যরা বৈঠক করে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত দিবেন। মৌখিকভাবে তাদের সঙ্গে কথা হয়েছে। তারা অনলাইনে বৈঠক করতে চেয়েছিলেন। কিন্তু, অনেক বড় কমিটি হওয়ায় সবাইকে অনলাইনে এক করতে পারেনি। তারা গণস্বাস্থ্য কেন্দ্রকে জানিয়েছে আগামী ২/১ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬