স্ত্রী নেই জেনে অক্সিজেন মাস্ক পরলেন না স্বামী, একদিনেই মৃত্যু

২৯ এপ্রিল ২০২০, ১২:২৩ PM

দীর্ঘ ৬৩ বছর একসঙ্গে কাটানোর পর করোনাভাইরাসে আক্রান্ত হন উভয়ে। এরপর বয়স্ক স্বামী জানতে পারেন, করোনা তার ৮৩ বছর বয়সী সঙ্গীনী মেরি'র প্রাণ কেড়ে নিয়েছে। এই খবরে এতটাই ভেঙে পড়েছিলেন ৯০ বছর বয়সী বিল ডর্টনাল যে, নিজের অক্সিজেন মাস্ক পরে থাকতে অস্বীকৃতি জানান। ১৯৫০ এর দশক থেকে দাম্পত্য জীবন চলছিল তাদের।

জানা গেছে, তারা দু'জনেই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্যের সাউদাম্পটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দু'জনে একই দিনে না ফেরার দেশে চলে যান। দীর্ঘ ৪০ বছর ধরে পরিচ্ছন্নতা কর্মীর দায়িত্ব পালন করেছেন বিল ডর্টনাল। মিলব্রুক এলাকায় সপরিবারে বাস করতেন। প্রথমে স্ত্রী মেরি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর বিল ডর্টনাল স্ট্রোক করে ওই হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হন।

জানা গেছে, শুরুতে উভয়েই ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন। মেরিকে হাসপাতালে ভর্তির পরেও অবস্থান উন্নতি ঘটেনি। দিনকয়েকের মধ্যেই তিনি মারা যান। এ খবর পেয়ে ওইদিনই অক্সিজেন মাস্ক পরতে আর রাজি হননি তার স্বামী। পরে একইদিনে তারও মৃত্যু হয়।

সূত্র : ডেইলি ইকো

অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ ১৫ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘তিনি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি খতিব’— তারেক রহমানকে উপহার দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাড়ি ছেড়ে গেছেন স্ত্রী, অভিমানে দুনিয়া ছাড়লেন স্বামী
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ৭ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমনও নেতা আছেন ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬