বাংলাদেশে করোনাভাইরাস: রইলো বাকি ৯ জেলা

বাংলাদেশে এখন পর্যন্ত দুই হাজার ৪৫৬ জনের করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ৯১ জন। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে করোনা সংক্রমন এখও দুঃসময়ে পৌঁছেনি, বরং সামনে আমাদের দুঃসময়। দেশে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে আরও সময় লাগবে।

বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, প্রতিটি দেশেই দু-একজনের মাধ্যমে এ ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল। পরে ধাপে ধাপে বিস্তার ঘটিয়ে মহামারি আকার ধারণ করে। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার পর আবার ধাপে ধাপে সংক্রমণ হ্রাস হয়েছে। অনেক দেশে আক্রান্ত ও মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। আবার কোনো কোনো দেশে কমতে শুরু করেছে।

দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর গত ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটতে দেখা গেছে। তবে এপ্রিলের শুরু থেকে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এক সপ্তাহ ধরে সংক্রমণের ঊর্ধ্বমুখী চিত্র দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩১২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সঙ্গে মৃত্যু হয়েছে সাতজনের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দুই হাজার ৪৫৬ জনে পৌঁছল। মৃতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে একের পর এক আক্রান্ত হচ্ছে বিভিন্ন জেলা। এখন পর্যন্ত ৬৪ জেলার মধ্যে ৫৫টিতেই ২৪৫৬ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। বাকি মাত্র ৯টি জেলা।

৫৫ জেলায় করোনাভাইরাস : রোববার সকাল ৮টা পর্যন্ত দেয়া সরকারি হিসাব অনুযায়ী দেশের ৬৪ জেলার মধ্যে ৫৫টিতেই করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তবে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে। রোববার পর্যন্ত ঢাকা সিটিতে ৯৭৪ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে।

ঢাকা বিভাগ : ঢাকা জেলায় ৪০, নারায়ণগঞ্জ ৩৮৬, গাজীপুর ১৭৩, কিশোরগঞ্জ ৭৭, মাদারীপুর ২৬, মানিকগঞ্জ ৬, মুন্সীগঞ্জ ৩৩, নরসিংদী ১০৫, রাজবাড়ী ৭, ফরিদপুর ৪, টাঙ্গাইল ১০, শরীয়তপুর ৭, গোপালগঞ্জ ২১। চট্টগ্রাম বিভাগ : চট্টগ্রাম ৩৯, কক্সাবাজার ১, কুমিল্লা ১৯, ব্রাহ্মণবাড়িয়া ১১, লক্ষ্মীপুর ২১, বান্দরবান ১, নোয়াখালী ৩, ফেনী ২, চাঁদপুর ৮। সিলেট বিভাগ : মৌলভীবাজার ২, সুনামগঞ্জ ১, হবিগঞ্জ ১, সিলেট ৩। রংপুর বিভাগ : রংপুর ৫, গাইবান্ধা ১২, নীলফামারী ৯, লালমনিরহাট ২, কুড়িগ্রাম ২, দিনাজপুর ১০, পঞ্চগড় ১, ঠাকুরগাঁও ৬। খুলনা বিভাগ : খুলনা ১, যশোর ১, বাগেরহাট ১, নড়াইল ২, চুয়াডাঙ্গা ১। ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ ২১, জামালপুর ২০, নেত্রকোনা ১৪, শেরপুর ১১। বরিশাল বিভাগ : বরগুনা ১০, বরিশাল ২১, পটুয়াখালী ২, পিরোজপুর ৪, ঝালকাঠি ৪, ভোলা। রাজশাহী বিভাগ : জয়পুরহাট ২, পাবনা ২, বগুড়া ১, সিরাজগঞ্জ, নওগাঁ ও রাজশাহীতে ৪।

dhaka_city_1

country_corona


সর্বশেষ সংবাদ