করোনা শনাক্তের মেশিন পেল রাজশাহী মেডিকেল কলেজ

২৭ মার্চ ২০২০, ০৪:৪৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস শনাক্তে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেশিনটি রামেক হাসপাতালের ল্যাবে পৌঁছেছে। এটি চালু হলে করোনা শনাক্তে নমুনা পরীক্ষার জন্য রোগীদের ঢাকায় দৌড়াদৌড়ি করতে হবে না।

রামেক হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসাইন বাদশা বলেন, এক সপ্তাহের মধ্যেই গণপূর্ত বিভাগ মেশিনটি বসানোর কাজ শেষ করবে। এটির মাধ্যমে করোনা পরীক্ষা করা সম্ভব হবে। আমরা আশা করছি এর মধ্যেই হাসপাতালে করোনা পরীক্ষার পর্যাপ্ত কিট চলে আসবে। দেশের আরও ছয়টি মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর মেশিন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করতে পারবো। যার ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে।

তিনি বলেন, হাসপাতালে এখন অনেক রোগীই আসছেন। কিন্তু পরীক্ষার ব্যবস্থা না থাকায় হাসপাতালে তাদের পরীক্ষার কাজ করা যাচ্ছে না।

পিসিআর মেশিন ছাড়াও হাসপাতালের চিকিৎসক ও ল্যাবরেটরির জন্য এক হাজার পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট), এক হাজার মাস্ক, এক হাজার হ্যান্ড গ্লাভস এবং পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার এসেছে বলেও জানান উপপরিচালক।

এদিকে আজ শুক্রবার করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুই জন চিকিৎসকও রয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে।

তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশ পুনর্গঠনে গণতন্ত্র চাই : তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬