ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিবৃতি দিল স্বাস্থ্য মন্ত্রণালয়

১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন

ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন © ফাইল ছবি

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং (ম্যাটস) শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে পড়ালেখায় মনোযোগ দেওয়ার আহবান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহদাত হোসেন স্বাক্ষরিত বিবৃবিতে বলা হয়েছে, উদ্ভুত পরিস্থিতির সমাধানে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট অধিদফতরের মহাপরিচালকদের মধ্যে মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার (৯ ফেব্রুয়ারি) এক সভা অনুষ্ঠিত হয়। উভয়পক্ষ সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা শেষে কয়েকটি বিষয়ে একমত হন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যৌক্তিক এবং স্বল্পসময়ে বাস্তবায়নযোগ্য দাবিগুলো চিহ্নিত করে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদকে জানানো হয়।

তাদের প্রথম দাবি অর্থাৎ শূন্যপদ পূরণ সম্পর্কিত দাবির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঐক্য পরিষদকে জানানো হয়েছে, ইতোমধ্যে পরিবার পরিকল্পনা অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতর বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ সম্পর্কিত দৃশ্যমান অগ্রগতি হবে।

দ্বিতীয় দাবি উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদটি দশম গ্রেডে উন্নীত করার বিষয়ে ঐক্য পরিষদকে জানানো হয়, ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিবেচনাধীন।

অন্য দুটো দাবি অর্থাৎ প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন এবং উচ্চশিক্ষার সুযোগের মতো বিষয়গুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও বিভিন্ন পক্ষ এবং কর্তৃপক্ষ সম্পর্কিত থাকায় সেগুলো পূরণ করা সময়সাপেক্ষ। তবে সেগুলো নিয়েও উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয় এবং এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা ঠিক করা হয়। আলোচনার পরিপ্রেক্ষিতে প্রস্তুত করা ‘নোটস অব ডিসকাসনে’ উভয়পক্ষ সম্মত হয়ে স্বাক্ষর করেও বলেও বার্তায় জানানো হয়েছে।

নোয়াখালীর কাছে পাত্তাই পেল না ঢাকা ক্যাপিটালস
  • ১১ জানুয়ারি ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৫ বিদ্রোহী নেতা
  • ১১ জানুয়ারি ২০২৬
১৩ জেলায় শীত নিয়ে বড় দুঃসংবাদ
  • ১১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের প্রশ্নফাঁস ও জালিয়াতি নিয়ে শিবিরের বিবৃতি
  • ১১ জানুয়ারি ২০২৬
মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতার র…
  • ১১ জানুয়ারি ২০২৬
জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9