ব্লগার ইভানের অবস্থা সংকটাপন্ন, আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

হাসপাতালে চিকিৎসাধীন ব্লগার আরজান ইভান
হাসপাতালে চিকিৎসাধীন ব্লগার আরজান ইভান  © সংগৃহীত

অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার আরজান ইভান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ‘রাজবন্দীর জবানবন্দি’ বই লেখার কারণে তাকে ২০১৮ সালে গুমের শিকার হয়েছিলেন। দীর্ঘ ৭ মাস কারাবরণ করেছিলেন। আওয়ামী লীগের আমলে নির্যাতিত এই ব্লগার কিছুদিন আগে ব্রেইন স্ট্রোক করেন। এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন।

আলোচিত ব্লগার ইভানের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ নভেম্বর) তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ইভানের চিকিৎসার খোঁজ নিতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। এ সময় হাসপাতালে থাকা ইভানের স্বজনকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. মনোয়ারুল কাদির বিটু, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপি নেতা হাবিব সাত্তার, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন প্রমুখ। 

জানা যায়, গত ৬ নভেম্বর ব্রেন স্টোক করলে ওইদিনই আরজান ইভানকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। তার অস্ত্রোপাচার হয়েছে। তবে এখনো জ্ঞান ফেরেনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence