স্তন ক্যানসারে বছরে ১০ লাখ নারীর মৃত্যু হতে পারে ২০৪০ সালের মধ্যে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৫১ PM
বর্তমান বিশ্বে স্তন ক্যানসার সবচেয়ে সাধারণ একটি ক্যানসারজনিত রোগ। রোগটির কারণে ২০৪০ সালের মধ্যে বছরে এক মিলিয়ন অর্থাৎ ১০ লাখ নারীর মৃত্যু হতে পারে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ল্যানসেট কমিশন।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সাল পর্যন্ত গত পাঁচ বছরে প্রায় ৭৮ লাখ নারীর স্তন ক্যানসার শনাক্ত হয়, একই বছর প্রায় মারা যায় ৬ লাখ ৮৫ হাজারের মতো নারী।
ল্যানসেট কমিশনের ধারণা, বিশ্বজুড়ে ২০২০ সালে যেখানে স্তন ক্যানসারের রোগী ছিলেন ২৩ লাখ, সেটি ২০৪০ সালের মধ্যে বেড়ে বছরে ৩০ লাখের বেশি হতে পারে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এটির প্রভাব পড়ছে অসামঞ্জস্যপূর্ণভাবে। কমিশন আরও বলছে, ২০৪০ সালের মধ্যে এ রোগে বছরে মৃত্যু হবে ১০ লাখ।
ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়, ‘তীব্র বৈষম্য’ এবং স্তন ক্যানসারের উপসর্গজনিত দুর্দশা, হতাশা ও অর্থনৈতিক বোঝা এসব প্রায়ই গোপন থাকছে ও অপর্যাপ্তভাবে বিবেচনায় আনা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ইমোরি ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের রেশমা জাগসি বলেন, মহিলাদের মৌলিক মানবাধিকারগুলিকে ঐতিহাসিকভাবে পুরুষদের তুলনায় কম সম্মান দেয়া হয়েছে, রোগীর এজেন্সি এবং স্বায়ত্তশাসনের জন্য প্রভাব রয়েছে৷তাই প্রতিটি স্বাস্থ্যকর্মীর উচিত যোগাযোগ দক্ষতার প্রশিক্ষণ নেয়া। রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে যোগাযোগের মান উন্নত করতে হবে। রোগীকে উৎসাহিত করতে হবে। তাদের যথাযথ যত্ন নিতে হবে। [সূত্র: এনডিটিভি]