ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ১৫৬, মৃত্যু ১

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী  © ফাইল ছবি

কয়েকদিন ধরে বেড়েই চলেছে ডেঙ্গুর বিস্তার। জুনরে প্রথম ১০ দিন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা হাজারের কাছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৬ জন। এর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ২২ জনের। শনিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৪৮ জন ঢাকার এবং ঢাকার বাইরের আট জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৪৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৪৭৩ জন, বাকি ৭৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩ হাজার ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন দুই হাজার ৪৫০ জন।

এনিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ২১ জনে। তাদের ৯৯৯ জনই জুন মাসের রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ঢাকার হাসপাতালগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি ১৪৭ জন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু ঢাকার বাইরেও এ বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রত্যেক হাসপাতালে সংশোধিত গাইডলাইন দেওয়া হয়েছে। হাসপাতালগুলোর চাহিদা অনুযায়ী চিকিৎসক, ওষুধসহ সবকিছু সরবরাহ করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence