হাসান মামুন ও নুরুল হক নুর © সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি। বরং ভোটগ্রহণের দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে হাসান মামুন বলেন, এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা ও চাপ উপেক্ষা করে নির্বাচন থেকে সরে আসার কোনো সুযোগ নেই।
অন্যদিকে, এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তবে তৃণমূলে জনপ্রিয় নেতা হাসান মামুন প্রার্থিতা প্রত্যাহার না করায় নির্বাচনী সমীকরণ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা। তাদের মতে, এতে জোট প্রার্থীর সামনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
জোটের প্রার্থী ঘোষণার পর দশমিনা ও গলাচিপা উপজেলার বিএনপির মূলধারার বিপুলসংখ্যক নেতাকর্মী প্রকাশ্যেই হাসান মামুনের পক্ষে মাঠে নেমেছেন। যদিও নুরের সঙ্গে কাজ না করার অভিযোগে দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, তবুও সংশ্লিষ্ট নেতাকর্মীরা তাদের অবস্থান পরিবর্তনে অনড় রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, গত বৃহস্পতিবার দশমিনায় দেওয়া এক বক্তব্যে নুরুল হক নুর বলেন, তিনি কোনো প্রার্থীকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না।
নিজের অবস্থান ব্যাখ্যা করে হাসান মামুন বলেন, আমি প্রার্থিতা প্রত্যাহার করিনি এবং করবোও না। জনগণের ভালোবাসা ও প্রত্যাশাই আমাকে ভোটের মাঠে থাকতে বাধ্য করেছে। ভোটগ্রহণ পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ, মানুষ জুলুম ও অবিচারের রাজনীতি প্রত্যাখ্যান করে একটি নিরাপদ ও উন্নত দশমিনা–গলাচিপা গড়ার লক্ষ্যে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।