বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের, শীর্ষে কারা

১৪ জানুয়ারি ২০২৬, ১১:০৯ AM
বাংলাদেশি পাসপোর্ট

বাংলাদেশি পাসপোর্ট © সংগৃহীত

বৈশ্বিক পাসপোর্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানের বড় কোনো অগ্রগতি হয়নি, বরং বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর তালিকায় সপ্তম স্থানে রয়েছে লাল-সবুজের পাসপোর্ট। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জানুয়ারি সংস্করণের হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত এই সূচকে দেখা যায়, দক্ষিণ এশিয়ার মধ্যেও পঞ্চম দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা সম্ভব।

সূচকের তথ্য অনুযায়ী, তালিকায় থাকা মোট ১০১টি অবস্থানের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট বর্তমানে ৯৫তম স্থানে রয়েছে। এর আগে ২০২৫ সালের জানুয়ারি সংস্করণে ১০৬টি অবস্থানের মধ্যে বাংলাদেশ ১০০তম স্থানে ছিল। এই ইনডেক্সটি মূলত আন্তর্জাতিক আকাশ পরিবহন সংস্থার তথ্যের ভিত্তিতে একটি দেশের নাগরিকরা কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাচ্ছেন, তার ওপর নির্ভর করে তৈরি করা হয়।

পাসপোর্ট র‍্যাংকিংয়ে এবারও এককভাবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। র‍্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। তৃতীয় অবস্থানে রয়েছে পাঁচটি দেশ—ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। 

এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড ও নরওয়ে। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৫টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। পঞ্চম অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৪টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

পাসপোর্ট ইনডেক্সের একেবারে তলানিতে অর্থাৎ বিশ্বের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান (৯৮তম), ইয়েমেন (৯৮তম), ইরাক (৯৯তম), সিরিয়া (১০০তম) ও আফগানিস্তান (১০১তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ৩১, ২৯, ২৬ ও ২৪টি গন্তব্যে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। সূচকে ৫২তম স্থানে থাকা দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। এবারের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিস…
  • ১৫ জানুয়ারি ২০২৬
ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই চালক গুরুতর আহত
  • ১৫ জানুয়ারি ২০২৬
১১ দলীয় জোট ভেঙে হচ্ছে ১০ দলের জোট?
  • ১৫ জানুয়ারি ২০২৬
র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ১৫ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৫ জানুয়ারি ২০২৬
হাদিকে নিয়ে স্ত্রী রাবেয়ার ফেসবুক পোস্ট ভাইরাল, যা লিখলেন
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9