বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন © সংগৃহীত
ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২৬-২০২৭ এর জন্য প্রকল্প প্রস্তাব আহ্বান করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সাবভীনা মনীর এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২৬-২০২৭ এর আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/সংস্থা/ সংঘ হতে (১) শিক্ষা, (২) বিজ্ঞান, (৩) সামাজিক ও মানবিক বিজ্ঞান, (৪) সংস্কৃতি (৫) যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি (৬) সমুদ্র বিজ্ঞান ও (৭) পরিসংখ্যান বিষয়ে উদ্ভাবনী এবং মৌলিক প্রকল্প প্রস্তাব আহ্বান করা হচ্ছে।
এতে আরও বলা হয়, প্রকল্প প্রস্তাবের নির্ধারিত ফরম বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ওয়েবসাইট (www.bncu.gov.bd) থেকে সংগ্রহ করে পূরণকৃত ফরম এবং আনুষঙ্গিক কাগজপত্র (বাঁধাই ০৫ কপি) আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪টার মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর (আমাই ভবন, ৬ষ্ঠ তলা, ১/ক শহিদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, সেগুনবাগিচা, ঢাকা-১০০০) জমা দেয়া যাবে।