মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক করতে নীতিমালা করছে সরকার

১১ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ AM
বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ

বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ © সংগৃহীত ছবি

মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে বিএসটিআই অনুমোদিত দুটি হেলমেট বিনামূল্যে দেওয়ার নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, মোটরসাইকেল বিক্রেতাদের জন্য একটি নতুন নীতিমালা তৈরি করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এটি কার্যকর হলে বিক্রেতারা প্রতিটি মোটরসাইকেলের সঙ্গে অবশ্যই দুটি মানসম্মত হেলমেট ফ্রি দিতে বাধ্য থাকবেন। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না এবং নির্ধারিত বয়স পূর্ণ না হলে কাউকে লাইসেন্স দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। পুলিশ সদস্যদের প্রতিও এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

দেশে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, মোট দুর্ঘটনার ৭৩ শতাংশই মোটরসাইকেল কেন্দ্রিক, যেখানে প্রাণ হারানোদের বড় অংশই ৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। দেশের ভবিষ্যৎ রক্ষায় এই মৃত্যুর হার কমাতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার ওপর জোর দেন তিনি। এছাড়া বিআরটিএ-কে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, চলতি মাসের শেষ নাগাদ অনলাইন কার্যক্রম চালু হলে গ্রাহক হয়রানি বন্ধ হবে।

অনুষ্ঠানে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবারের মাঝে ১ কোটি ৬৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়। এর মধ্যে নোয়াখালীর ২১টি পরিবারকে ১ কোটি ১ লাখ টাকা এবং লক্ষ্মীপুরের ২০টি পরিবারকে ৬৪ লাখ টাকা প্রদান করা হয়। নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটিএ-র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬, আবেদন এইচএসসি-এস…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ১১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
  • ১১ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেফতার ৩৯
  • ১১ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক আটক
  • ১১ জানুয়ারি ২০২৬
আপিলে বৈধতা পেলেন জামায়াতের আরও এক প্রার্থী
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9