মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে শিল্পী খাতুন (২৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৯ তার দিকে কালীগঞ্জ উপজেলার কোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিল্পী খাতুন মহেশপুর উপজেলার পীরগাছা গ্রামের আলামিন হোসেনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে স্বামী আলামিন হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে নিজ গ্রামে ফিরছিলেন তিনি।

আলামিন হোসেন জানান, কোলাবাজার এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত স্ত্রীর ওড়না মোটরসাইকেলের চাকায় জড়িয়ে যায়। এতে মুহূর্তের মধ্যেই গলায় প্রচণ্ড চাপ পড়ে এবং ভয়াবহভাবে গলা থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে কালীগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!