কেন্দুয়া থানা © সংগৃহীত
নেত্রকোনার কেন্দুয়ায় জানাজা থেকে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে কামরুল (৪০) নামের এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
শনিবার (৩ জানুয়ারি) সকালের দিকে উপজেলার সান্দিকোনা এলাকায় এ ঘটনা ঘটে ।
আটককৃত চোর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (৩ জানুয়ারি) উপজেলার সান্দিকোনা এলাকায় সকালের দিকে এক ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জনতা দেখতে পায় এলাকার নজরুল ইসলাম নামের এক ব্যক্তির মোটরসাইকেলটি অপরিচিত এক ব্যক্তি চুরির চেষ্টা করছে। পরে তাকে ধাওয়া দিয়ে হাতে নাতে ধরে ফেলে জনতা।
মোটরসাইকেলটির মালিক নজরুল ইসলাম বলেন আমি মোটরসাইকেলটি বাহিরে রেখে জানাজা পড়তে আসি। এই সুযোগে ঐ চোর মোটরসাইকেলটি চুরির চেষ্টাকালে জনতা হাতেনাতে চোরকে ধরে ফেলে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ বলেন জানাজা থেকে মোটরসাইকেল চুরির চেষ্টার সময় চোরকে জনতা হাতে নাতে ধরে ফেলে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।