কমিশন প্রমাণ করতে চায় অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব: সিইসি

২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ AM
ইসি ভবনে সভায় বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

ইসি ভবনে সভায় বক্তব্য দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন © টিডিসি ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘নির্বাচন কমিশন প্রমাণ করতে চায়, দেশে একটি সঠিক, অবাধ ও সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব। এটি নিশ্চিত করা যাবে কেবল আইনের শাসন কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে। নির্বাচন ব্যবস্থাকে ঘিরে যে অপবাদ হচ্ছে, তা থেকে আমরা মুক্তি চাই।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ব্রিফিং সভায় এসব কথা বলেন তিনি। সভা শুরুর আগে সিইসি সম্প্রতি প্রয়াত ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ব্রিফিংয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আইনের শাসন মানে আইন হবে অন্ধ। ‘ল’ (Law) সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে।’ তিনি বলেন, ‘আপনাদের ওপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। এই ক্রান্তিলগ্নে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায়ী হতে হবে।’

আরও পড়ুন: উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহস ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে নাসির উদ্দিন বলেন, ‘আপনারা বুক ফুলিয়ে সাহস দেখালে আমিও সাহসী হতে পারব। আপনাদের অঙ্গীকারই আমাকে শক্তি জোগায়। আপনারা যখন আইনের প্রতিষ্ঠায় সাহসী সিদ্ধান্ত নেবেন এবং বিধি-বিধানের আলোকে দায়িত্ব পালন করবেন—ইনশাআল্লাহ নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।’

সিইসি আরও বলেন, ‘আমাকে খুশি করার কোনো প্রয়োজন নেই। আপনারা আপনাদের অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করবেন। পুরো সিস্টেম যেন সঠিকভাবে কাজ করে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব আপনাদেরই। কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার এবং মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিপিএলে দ্বিতীয় ম্যাচও হচ্ছে না
  • ১৫ জানুয়ারি ২০২৬
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে বিপিএল!
  • ১৫ জানুয়ারি ২০২৬
এবারের এসএসসি পরীক্ষায় মানতে হবে ১৪ নির্দেশনা
  • ১৫ জানুয়ারি ২০২৬
সোমবার থেকে ফের নতুন কর্মসূচি সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি সংস্থায়, পদ ২৮৫, আবেদন শেষ ৩০ জ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
হাদি হত্যা মামলা সিআইডিতে
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9