হাসিনা ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে তলব

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব  © সংগৃহীত

শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ রবিবার (১৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, পলাতক শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিতে এবং তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাতে দেওয়ায় বাংলাদেশ সরকার ভারতের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারের কাছে পুনরায় জোর দিয়ে জানায়, বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষের দেওয়া রায় কার্যকরের জন্য পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণ করার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

এ সময় মন্ত্রণালয় ভারতীয় দূতকে ভারতের ভূখণ্ডে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করে। 

আরও পড়ুন: হাদিকে গুলি: মির্জা আব্বাসকে জড়িয়ে ভুয়া সংবাদ প্রচারে মামলা

মন্ত্রণালয় বলে, এসব পলাতক আওয়ামী লীগ সদস্য বাংলাদেশে আসন্ন নির্বাচন বানচাল করার লক্ষ্যে পরিকল্পনা, সংগঠিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে এসব ফ্যাসিস্ট সন্ত্রাসীদের অপরাধমূলক তৎপরতা দ্রুত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তাদের যত দ্রুত সম্ভব বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানায়। এ ছাড়া, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সাম্প্রতিক ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়ার সম্ভাবনার বিষয়েও ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। 

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অনুরোধ করেছে, এসব সন্দেহভাজন ব্যক্তি যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, তাহলে যেন তাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জোর দিয়ে বলেছে, প্রতিবেশী দেশ হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো ভারতের কাছ থেকে প্রত্যাশিত।

এদিকে, ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ভারতের রয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে ভারত প্রস্তুত বলেও জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence