সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ PM
২০ শতাংশ সচিবালয় ভাতা চালুর দাবিতে সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে তারা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
অর্থ বিভাগের কর্মরত কর্মকতা-কর্মচারীদের সংগঠন অর্থবিভাগ কর্মচারী কল্যাণ সমিতির এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সচিবালয় কর্মরত-কর্মচারীরা সচিবালয় ভাতার দাবিতে অর্থ উপদেষ্টার কার্যালয়ে যান উপদেষ্টা তাদের সঙ্গে আলোচনা করে দুই দিন সময় চান। তবে কর্মচারীরা এ প্রস্তাবে সাড়া দেননি। এখনো কার্যালয়ের সামনে কর্মচারিরা অবস্থান করছেন।