নির্বাচন বানচালের চেষ্টা হবে, হঠাৎ আক্রমণ আসতে পারে: প্রধান উপদেষ্টা

২৯ অক্টোবর ২০২৫, ০৮:৫০ PM
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস © ফাইল ফটো

ভেতর ও বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের সভায় তিনি এমন মন্তব্য করেছেন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন।

শফিকুল আলমের তথ্য অনুযায়ী, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভেতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে, বড় শক্তি নিয়ে বানচালের জন্য চেষ্টা করবে, হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এ নির্বাচন চ্যালেঞ্জিং হবে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, অনেকে নির্বাচন বানচালের জন্য দেশে বসে অনেক ধরনের ষড়যন্ত্র করছে। আমরা এটা স্পষ্ট দেখছি। সে বিষয়ে উনি সতর্ক থাকতে বলেছেন। কেননা পতিত স্বৈরাচার ও তাদের দোসররা তো অবশ্যই চাইবে না দেশে ফ্রি ও ফেয়ার ইলেকশন হোক। আমাদের লক্ষ্য একটাই দেশের ইতিহাসে একটা ভালো নির্বাচন করা।

বৈঠকের বিষয়বস্তু জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনে যাদের ন্যুনতম সংশ্লিষ্টতা ছিলো ওরা কোনো ধরনের রিটার্নিং , পোলিং অফিসার, এসিসট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে থাকতে পারবে না। আগের তিন নির্বাচনে যারা ছিলেন ডিসি -এসপি পদেও তারা থাকবে না। ন্যূনতম যাদের ইনভলবমেন্ট ছিলো তারা কেউ থাকবে না।

নির্বাচনে ৯২ হাজার ৫শর মতো সেনা ও নৌ সদস্য মোতায়েন থাকবে বলে বৈঠকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, নির্বাচনের আগে ৭২ ঘণ্টা ও পরের পরিস্থিতি কিভ্যাবে ট্যাকল করা যায় এবং তাতে স্থানীয় জনগন ও ভলান্টিয়ার কিভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে শফিকুল আলম বলেন, সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে, নির্বাচনকে বানচাল করতে দেশের ভেতর ও বাইরে থেকে খুবই পরিকল্পতি ভাবে নানারকম অপপ্রচার হবে, এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছড়ানো হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচার রচনা মাত্রই সেটা ঠেকাতে হবে যাতে ছড়াতে না পারে।

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি গ্রেফতার
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা’ খালেদা জিয়ার মৃত্যুর কারণ কিনা, …
  • ১৬ জানুয়ারি ২০২৬
৩০ আসনে এনসিপির প্রার্থী যারা
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির পাঁচ শিক্ষার্থী …
  • ১৬ জানুয়ারি ২০২৬
জোটের মঞ্চে উপস্থিত এনসিপি নেত্রী— ‘গালিগালাজে আমি দমে যাবা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
প্রার্থীতা ফিরে পেয়েছেন বিএনপির মুন্নি
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9