জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় থাকবে অস্ত্রধারী আনসার: স্বরাষ্ট্র উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০২:১০ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৫, ০২:১০ PM
জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘দেশের যেকোনো জাতীয় প্রয়োজন, নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যরা নিবেদিত প্রাণ হয়ে দায়িত্ব পালন করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারীসহ ১৩ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।’
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেঠন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে নিজস্ব অর্থায়নে কেনা ৩১টি যানবাহনের চাবি সংশ্লিষ্ট সদস্যদের হাতে হস্তান্তর করেন এবং ফিতা কেটে যানবাহনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে দেশ ও বাহিনীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বেসরকারি খাতে সর্বনিম্ন বেতন ৪০ হাজার টাকা করার প্রস্তাব
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে আনসার সদস্যদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মোট নয় দিন দায়িত্ব পালন করবেন। আনসার সদস্যদের যাতায়াতজনিত সমস্যা নিরসনের লক্ষ্যে নতুন পরিবহন সার্ভিস চালু করা হয়েছে। বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে ৩১টি যানবাহন ক্রয় করা হয়েছে, যা বাহিনীর কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।’
আনসার ও ভিডিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৩১টি যানবাহনের মধ্যে রয়েছে বাস (৪২ সিট) ৪টি, বাস (২৪ সিট) ২টি, ট্রুপস ক্যারিয়ার (৫ টন) ৫টি, ট্রুপস ক্যারিয়ার (১.৫ টন) ৫টি, ক্যাভার্ড ভ্যান (৫ টন) ১টি, ক্যাভার্ড ভ্যান (৩ টন) ১৩টি এবং অ্যাম্বুলেন্স ২টি। এসব যানবাহন ব্যবহার করা হবে আনসার সদস্যদের ছুটি, বদলি, ব্যাটালিয়ন গমনাগমন, রেশন বিতরণ, রসদ পরিবহন, আন্তঃ ব্যাটালিয়ন মুভমেন্ট, আভিযানিক কার্যক্রম এবং জরুরি চিকিৎসা সহায়তা প্রদানের কাজে।