স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক আজ

নতুন করে ২৭৯৪ জনবল চায় সিআইডি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়  © সংগৃহীত

ক্রাইম সিন, ফরেনসিক, সাইবার ও ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট শক্তিশালী করতে নতুন করে দুই হাজার ৭৯৪ জনবল চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বর্তমানে সিআইডির জনবল রয়েছে তিন হাজার ১১০ জন। প্রস্তাবিত জনবল কাঠামো পাস হলে সিআইডির সদস্য সংখ্যা বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ হবে।

পুলিশ বাহিনীতে পদসৃজন, পদবিলুপ্ত, যানবাহন ও তদন্তকেন্দ্রসহ বেশ কিছু বিষয়ে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হবে। পুলিশ বাহিনীর চার হাজার কনস্টেবল পদ বিলুপ্তের বিষয়ে আলোচনা হবে। 

এদিকে পুলিশ সদরদপ্তরের সাংগঠনিক কাঠামোতে ১৮টি ব্যক্তিগত কর্মকর্তা (গ্রেড-১০) পদ চাওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ সদরদপ্তরের জন্য ১১২টি পদ। পুলিশ ইন্টারনাল ওভারসাইটের (পিআইএ) সাংগঠনিক কাঠামো সংস্কারে ৯৩২টি পদ চেয়েছে পুলিশ।

এ ছাড়া নরসিংদীর রায়পুরা থানাকে বিভক্ত করে ‘রায়পুরা চরাঞ্চল’ থানা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনটি তদন্ত কেন্দ্র করার প্রস্তাব দেওয়া হয়। নেত্রকোনার কেন্দুয়া থানাধীন ‘রামপুর বাজার পুলিশ তদন্তকেন্দ্র’, মেহেরপুরের গাংনী থানাধীন ‘কসবা পুলিশ তদন্তকেন্দ্র’ এবং গাংনী থানাধীন ‘হিন্দা পুলিশ তদন্তকেন্দ্র’ করতে চায় পুলিশ।

পুলিশের প্রস্তাবে যানবাহনের ব্যাপারে বলা হয়, কসবা তদন্ত কেন্দ্রের জন্য ৭টি যানবাহন, হিন্দাতে ৭টি, রামপুর বাজার তদন্ত কেন্দ্রে ৬টি, পিআইএতে ৮৩০টি, চট্টগ্রাম মহানগর পুলিশে দুই হাজার ৮৮০, সিআইডিতে ৭৬০টি ও রায়পুরা চরাঞ্চল নামে প্রস্তাবিত থানার জন্য ১৩টি যানবাহন। 

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ও পুলিশের বিভিন্ন ইউনিটের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের বরাবরই গাড়ির একটা সংকট ছিল। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সব দিকে বিবেচনা করে পর্যায়ক্রমে বেশ কিছু গাড়ি পেয়েছে পুলিশ।

সিএমপির উপকমিশনার (সদরদপ্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ সমকালকে বলেন, সিএমপিতে গাড়ির সংকট খুব বেশি। যে পরিমাণ থাকার কথা তা নেই। এদিকে সামনে নির্বাচনের আগে গাড়ির সংকট দূর করতে সদরদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশের টিওঅ্যান্ডইভুক্ত গাড়ি থাকার কথা ৬১৬০টি। সেটা বাহিনীতে নেই। এর মধ্যে গত মার্চে আরও ১৩৮৫টি গাড়ি অকেজো ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে জুলাইয়ে ক্ষতিগ্রস্ত হয় ১০২৪টি গাড়ি। তার মধ্যে ৫২৬টি গাড়ি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। কিন্তু ৪১৮টি গাড়ি সরকার বিভিন্ন সময় কিনে দিয়েছে। সেখানেও ১০৮টি গাড়ি কম।

নরসিংদীর এক পুলিশ কর্মকর্তা বলেন, রায়পুরা থেকে ফোর্স গিয়ে চরাঞ্চলে অপরাধ দমনে হিমশিম খেতে হয়। এ ছাড়া ওই এলাকা মারামারি থেকে শুরু করে মাদক চোরাকারবারিদের অভয়ারণ্য হয়ে উঠেছে। একটি ফাঁড়ি দিয়ে এসব অপরাধ দমন করা সম্ভব হচ্ছে। সব দিক বিবেচনা করে থানার প্রস্তাব করা হয়েছে।


সর্বশেষ সংবাদ