অমর একুশে বইমেলা © ফাইল ফটো
নিরাপত্তা জনিত কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অমর একুশে বইমেলা আয়োজনের প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রস্তাব নিয়ে আগামীকাল রবিবার সিদ্ধান্ত নেবে বাংলা একাডেমি বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, ‘সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় আলোচনা হয়েছে, বইমেলা যেন নির্বাচনের পর আয়োজন করা হয়। বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়নি; প্রস্তাব রেখেছে। সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এখন সংস্কৃতি মন্ত্রণালয় অথবা বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি তাদের সিদ্ধান্ত নেবে।
এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘বিষয়টি নিয়ে আগামীকাল রবিবার আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত জানাব।’