নুরের ওপর হামলা : বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

নুরুল হক নুর
নুরুল হক নুর   © ফাইল ফটো

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তদন্তে বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বে ৩ সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়। 

তদন্ত কমিটিতে রয়েছেন, সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট বিচারপতি মোঃ আলী রেজা, হাইকোর্ট বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য সিনিয়র সচিব এবং সদস্য সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

প্রজ্ঞাপনে বলা হয়, উক্ত তদন্ত কমিশনের কার্যপরিধি হইবে নিম্নরূপ-
(ক) ২৯ আগস্ট ২০২৫ তারিখে গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু (DUCSU)-র সাবেক ভিপি জনাব নুরুল হক নুর-এর উপর হামলা এবং গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ;
(খ) উল্লিখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ প্রদান করা; এবং
(গ) ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান।

আরও বলা হয়, কমিশন, The Commissions of Inquiry Act, 1956 অনুসারে তদন্তকার্য সম্পন্ন করিয়া প্রজ্ঞাপন জারির তারিখ হইতে ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে সরকারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করিবে; স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তাসহ সকল প্রকার সহায়তা প্রদান করিবে ও কমিশনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করিবে এবং কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব প্রদান করিতে পারিবে; এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


সর্বশেষ সংবাদ