ফেব্রুয়ারির মধ্যেই ৮-১০টি মামলার রায় হতে পারে: চিফ প্রসিকিউটর তাজুল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১০:৫৪ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ PM
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থাকা ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ মামলার বিচার আগামী ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর সমাপ্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের রাজপথে যে আন্দোলন-সংঘর্ষ হয়েছে, সেখানে মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটেছে। সেই সময় সংঘটিত অপরাধগুলোর সঙ্গে অনেক পুলিশ সদস্য জড়িত ছিলেন। পুলিশের বিরুদ্ধেই তদন্ত চালাতে গিয়ে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। এমনকি অনেক গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে ফেলা হয়েছিল। তা সত্ত্বেও বিচার প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার কাজ পরিচালনা করছি। যাতে কোনো পক্ষ প্রশ্ন তুলতে না পারে। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যেই বেশ কিছু মামলার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাসহ অন্যান্য মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, ‘দেশবাসী আগামী ফেব্রুয়ারির আগেই এই মামলাগুলোর রায় প্রত্যক্ষ করবে বলে আমরা আশা করছি।’