বাংলাদেশ জেল’র নাম পরিবর্তন © সংগৃহীত
কারাগার ব্যবস্থাপনায় সংস্কার ও সংশোধনমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিতে বাংলাদেশ জেল-এর নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫-এর খসড়া চূড়ান্ত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি বলেন, কারাগারকে কেবল শাস্তি প্রদানের জায়গা নয়, বরং সংশোধন ও পুনর্বাসনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনের মাধ্যমে বন্দিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সংশোধনমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ সময় তিনি আরও জানান, দীর্ঘদিনের জনবল সংকট মোকাবিলায় সরকার নতুন পদে নিয়োগের অনুমোদন দিয়েছে। পাশাপাশি আরও দেড় হাজার জনবল নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী
কারা মহাপরিদর্শক জানান, বন্দিদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে একটি আধুনিক কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন হাস্যরসের সঙ্গে বলেন, মাঝে মধ্যেই বন্দিরা সরাসরি তাকে ফোন করে তাদের বিভিন্ন সমস্যা জানিয়ে থাকেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন নাম ও আইনের মাধ্যমে দেশের কারাগারগুলোকে সত্যিকার অর্থে সংশোধন ও পুনর্বাসনের কেন্দ্রে রূপান্তরিত করা সম্ভব হবে।