যারা বাক্স দখল করে জেতার স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন ব্যর্থ : সিইসি
- রাজশাহী জেলা প্রতিনিধি
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১২:০৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১২:১৩ AM
যারা বাক্স দখল করে জেতার স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন ব্যর্থ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। আজ শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
এ সময় সিইসি জানান, আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের জোর প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচন কমিশন পুরোদমে কাজ শুরু করেছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে সিইসি দৃঢ় অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, ‘নির্বাচন হবে কি হবে না, এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না। আমরা প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী এগিয়ে যেতে চাই।’
ভোটের অনিয়ম প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। সিইসি বলেন, ‘যারা বাক্স দখল করে জেতার স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন ব্যর্থ হবে। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। আমরা কঠোর অবস্থানে থাকব। কোনো কেন্দ্রে ভোটকেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল করা হবে।’ তিনি আরও যোগ করেন, ‘যারা অস্ত্র ব্যবহার করে ভোটে জিততে চাইবেন, তাদের জন্য দুঃসংবাদ।’
নির্বাচনী প্রস্তুতির বিষয়ে সিইসি জানান, ‘ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে এবং নির্বাচনের জন্য প্রয়োজনীয় কেনাকাটা চলছে। সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে এবং আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচনী সীমানার শুনানি অনুষ্ঠিত হবে।
সিইসি জানান, স্ট্রাইকিং ফোর্স নয়, বরং সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, বিগত নির্বাচনে যারা স্বেচ্ছায় অনিয়ম করেছিলেন, সেসব নির্বাচন কর্মকর্তাদের এবারের দায়িত্বে রাখা হবে না। নির্বাচন কমিশনের অধীনে প্রায় ৫৭০০ কর্মকর্তা রয়েছেন।’
প্রশাসনিক পরিবর্তন প্রসঙ্গে সিইসি জানান, জেলা প্রশাসক বা পুলিশ সুপার, যারা এর আগে এ ধরনের কাজে যুক্ত ছিলেন, তাদের পদায়নের কোনো পরিকল্পনা আপাতত নেই। তিনি আশা প্রকাশ করেন যে ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
রাজনৈতিক চাপ প্রসঙ্গে সিইসি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার নির্বাচন নিয়ে তাকে কোনো চাপ দেয়নি। তিনি আরও বলেন, ‘আমাকে চাপ দিলে আমি পদত্যাগ করব, চেয়ারে থাকব না।’
আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (পিআর) প্রসঙ্গে সিইসি বলেন, এটি সংবিধানে নেই। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক থাকলেও, আইন পরিবর্তন না হলে নির্বাচন কমিশন এর বাইরে যেতে পারে না বলে তিনি জানান। সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চায় না এবং কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত নয়। সংসদ নির্বাচন সঠিক করতে তারা প্রস্তুতি নিচ্ছেন।